সংক্ষিপ্ত বর্ণনাঃ ইসলামে বিয়ে মুসলমানদের জন্য একটি গুরুত্বপুর্ণ অধ্যায়, বিয়ের মাধ্যমে বর-কনের নব জীবন শুরু হয়, এর মাধ্যমে স্বামী-স্ত্রীর মাঝে কল্পনাতীত অন্তরঙ্গতা সৃষ্টি হয়, পরিবার ও বংশধারা বিস্তার লাভ করে। আবার পৃথিবীর এ উন্নতীর যুগে এসে বিয়ের সাথে যোগ হয়েছে যৌতুকের টানাপোড়ন, অথচ ইসলাম বিয়েকে মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় রূপে চিহ্নিত করেছেন এবং এক্ষেত্রে বর ও কনের বাছাই এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিভিন্ন নিয়ম নির্ধারণ করেছে। যা অবলম্বনে একটি সুন্দর পরিবার সৃষ্টি হতে পারে; কিন্তু বিয়ের সময় অনেকেই সেদিকে দৃষ্টিপাত করে না আবার যখন সম্পর্ক ছিন্ন হয়ে যায় তখন তা পুর্ণগঠনের জন্য অনেকেই মাসজিদ মাদ্রাসার সরনাপন্ন হয়ে থাকে।
এখানে উর্দূভাষী সুলেখক জনাব ইকবাল কিলানী সাহেব তাঁর “নিকাহ কে মাসায়েল” নামক গ্রন্থে কোরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে সম্পর্কে সুন্দর আলোচনা করেছেন। যা একজন মুসলমানের জন্য এ বিষয়ে সঠিক জ্ঞান অর্জন এবং এক্ষেত্রে সঠিক পদ্ধতি অবলম্বনের জন্য সহায়ক হবে। ইন শাহ আল্লাহ।

