মিয়ানমারের মিকতিলা শহরে গত মার্চে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গার একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে বিবিসি।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একদল লোক মুসলিম মালিকানাধীন একটি স্বর্ণের দোকানে হামলা চালাচ্ছে এবং তাদের বাড়ি-ঘরে আগুন দিচ্ছে। এসময় একজন মুসলমানকে আগুনে পুড়তে দেখা যাচ্ছে আর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা দাঁড়িয়ে রয়েছেন।
সোমবার সকালে বিবিসি’র অনলাইন সংস্করণে এ ভিডিওটি চিত্রটি প্রকাশ করা হয়। ভিডিওটি পুলিশের কাছ থেকে পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।
মিকতিলা শহরে গত ২০ ও ২১ মার্চ সংঘটিত দাঙ্গায় ৪৩ জন নিহত হন। মুসলমানদের বেশ কিছু বাড়ি-ঘর এবং মসজিদে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সে সময় ওই এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়।
মিকতিলা শহরে মুসলমানের সংখ্যা প্রায় ৩০ হাজার এবং বৌদ্ধদের সংখ্যা প্রায় ৫০ হাজার। মিকতিলা মিয়ানমারের সেই অল্প কয়েকটি শহরের অন্যতম, যেখানে জনসংখ্যার একটা বড় অংশ মুসলমান।
এর আগে, গত বছর জুন মাসে রাখাইন প্রদেশে রাখাইন বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলমানদের মধ্যে দাঙ্গায় দুই শতাধিক রোহিঙ্গা নিহত হন। বাস্তুহারা হন এক লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান।
Here is the Full Video:
আর আমাদের মুসলিম নেতাদের অবস্থা হল এখন এইরকম?
আল্লাহ্ আমাদের এই ফিতনা-ফাসাদ থেকে হেফাজাত করুক। আমিন